বাঙালির শরৎ উৎসব
                        শরৎ মানে কাশফুলের সমাহার আর সাদা মেঘের ভেলায় ভেসে চলা ছোটবেলার সেই স্বপ্ন।
শরৎ মানে সন্ধেবেলায় শিউলি ফোটার মাতাল গন্ধে ভরে ওঠা আঙিনা
শরৎ মানে বাঙালির নস্টালজিয়া—
আর ছাতিম ফুলের নেশামাখা বাতাস,
সবুজ ধানের সোনালী পাক ধরার রঙ,
শরৎ মানেই বাঙালির উৎসব।
শরৎ ঋতু আমাদের হৃদয়ে গেঁথে থাকা এক অনন্য অনুভূতি। অথচ পরবাসে এসে শরৎ মানে শুধু ঝরে পড়া পাতা—আর খুঁজে ফিরি ফেলে আসা সেই সোনালি দিনগুলো। তবু স্মৃতির পাতায় শরৎ বারবার ফিরে আসে, মনে করায় আমরা বাঙালি—আমাদের শেকড়, আমাদের আবেগ, আমাদের গান আমাদের গল্প, আমাদের কবিতা।
এই কারণেই আমরা সবাই মিলে আয়োজন করেছি ‘বাঙালির শরৎ উৎসব’।
চলুন, এখানে একসাথে গান কবিতা শুনি সাথে ভাগ করে নেই বর্ণিল বাঙালি খাবারের স্বাদ আর আনন্দ।
এই অনুষ্ঠানের শিল্পীরা আমাদেরই পরবর্তী প্রজন্ম—
যারা এখানেই বড় হচ্ছে, অথচ হৃদয়ের গভীরে বহন করছে বাংলাদেশ আর বাংলা সংস্কৃতির টান।
শরতের আবেগ, সুর আর আনন্দে ভরে উঠুক আমাদের এই মিলনমেলা।